দাম্পত্য প্রেম, ভ্রমণ, ব্যাচট্যুর, কেন মানুষ ভ্রমণ করে, লটারি
বেশিরভাগ মানুষই জীবনের কোন না কোন সময় ভ্রমনের তাগিদ অনুভব করে । হতে পারে তা এক ঘণ্টার ভ্রমণ অথবা এক জীবনের । যাই হোক না কেন, ভ্রমণ মানুষের জীবনের এক অনবদ্য অংশ । বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে ভ্রমণ করে থাকেন । আজকের লেখাতে আমি ভ্রমণের বিভিন্ন কারণ উল্লেখ করতে যাচ্ছি ।
১. আপনজনদের সাথে সাক্ষাৎ
পরিবারের কোন কোন সদস্য পড়ালেখা, কর্মসংস্থান কিংবা বৈবাহিক সম্পর্কের কারণে অন্যত্র বসবাস করে । বিচ্ছিন্নতার দূরত্ব কমিয়ে আপনজনদের সাথে সাক্ষাতের তাগিদে মরিয়া হয়ে ওঠা ভ্রমণের এক গুরুত্বপূর্ণ কারণ । এই সাধারণ ঘটনাই আমাদেরকে বের করে আনে ঘর থেকে, নিয়ে যায় দূর থেকে দূরে ।
২. বন্ধুদের সাথে সময় কাটানো
স্টুডেন্ট লাইফে বিশেষ করে বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুদের সাথে ক্যাম্পাসের বাইরে, একাডেমিক জীবনের বাইরে ছাত্রজীবনকে স্মরণীয় ও আনন্দঘন করতে শিক্ষার্থীদের করনীয় হয়ে দাঁড়ায় ভ্রমণ । ব্যাচট্যুর খ্যাত এই ধরনের ভ্রমণের ফলে জীবনের পাতায় যোগ হয় কিছু অবিস্মরণীয় স্মৃতি ।
৩. দাম্পত্য প্রেম
বিয়ের পর পরই অনেক দম্পতি মধুচন্দ্রিমা উদযাপন করতে ছুটে যান সমুদ্রের ধারে, পাহাড়ে কিংবা কোন নির্জনে । নিজেদের সম্পর্ক মজবুত করতে ডুব দেন একান্তে । অনেক পরিবার অন্তঃসম্পর্ক সুগঠিত করতে নিজেদের আস্তানা ছেড়ে বেরিয়ে পরেন , দূরে কোথাও অবস্থান করেন কিছুদিনের জন্য । দাম্পত্য কিংবা পারিবারিক জীবনে ভ্রমণের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান ।
৪. নিজেকে খুঁজে পাওয়া
কোলাহলময় যান্ত্রিক জীবনের একঘেয়েমিতা কাটাতে, প্রকৃতির মনোমুগ্ধকর প্রশান্তির মাঝে নিজেকে পুনর্জীবিত করতে ভ্রমণের কোন বিকল্প নেই । আর এই ভ্রমণেই কেটে যায় মানসিক অবসাদ, অবাধে বিচরণ করা যায় নিজের মাঝে, চর্চা করা যায় সৃজনশীলতার ।
৫. নতুন সংস্কৃতির সাথে পরিচয় হওয়া
নিজের সংস্কৃতিকে ছাপিয়ে ভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যময়তা মুখমুখি উপলব্ধি করার আদর্শ উপায় হল স্থান পরিবর্তন অর্থাৎ ভ্রমণ । ভ্রমণের মাধ্যমেই বিশ্বব্রহ্মাণ্ডের বৈচিত্র্যময় জীবনধারার মাঝে নিজের অস্তিত্ব হয়ে ওঠে গুরুত্বপূর্ণ ।
৬. লটারি কিংবা পুরষ্কার জেতা
টেলিভিশন কিংবা পত্রিকায় আমরা প্রায়ই দেখে থাকি পণ্য কিনে, কুইজ খেলে কিংবা লটারি জিতে ২ রাত ৩ দিন দেশে অথবা বিদেশে ভ্রমণের সুযোগ থাকে । এই সুযোগকে কাজে লাগানোই ভ্রমণের উদ্দেশ্য হতে পারে অনেকের ।
উপরোক্ত কারণ ছাড়াও আরও বিভিন্ন কারণে মানুষ ভ্রমণ করে থাকে । এক কথায়, ভ্রমণ ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ ।
COMMENTS