book review, nik pirog, thriller, বুক রিভিও , নিক পীরোগ , থ্রিলার, রহস্য,
বইঃ থ্রি : টেন এ এম
লেখকঃ নিক পিরোগ
অনুবাদকঃ সালমান হক
ঘরানাঃ থ্রিলার
প্রকাশনঃ বাতিঘর
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী ২০১৬
মূল্যঃ ১৪০ টাকা
পৃষ্ঠাঃ ১১০
নিক পীরোগ সিরিজের
দ্বিতীয় বই এটি । গল্পের নায়ক হেনরি বিনসের মাকে কেন্দ্র করে মূল গল্পের প্রবাহ ।
বেশ ক’বছর যাবত হেনরি বিনস একটি ওয়েব সাইটের মাধ্যমে তার মাকে খুঁজতে থাকে এবং এক
পর্যায়ে জানতে পারে তার মা কিসুদিন আগে খুন হয় । খুনের রহস্য নিয়ে উদ্বিগ্ন হতেই
সে বেশ কিছু সুত্র পেয়ে যায় । এ ব্যাপারে প্রেসিডেন্টের সহযোগিতা কামনা করলেও আপাত
সহযোগিতা সে পায় না উল্টো বাধা পায় সিআইএর ডিরেক্টরের । কিন্তু কেন ? থেমে না থেকে
একটু একটু করে এগিয়ে চলে কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে । সহযোগিতা পায় শ্রদ্ধেয় বাবার
ও প্রেয়সী ইনগ্রিডের । শত বাধা বিপত্তির পরও সে হার মানতে নারাজ । এক পর্যায়ে সে
কিছু চরম সত্যের মুখমুখি হয় । কি সেই চরম সত্য ? নেপথ্যে কে কলকাঠি নেড়ে চলেছে ?
লেখকের পরিচিতি
আমেরিকান উপন্যাসিক নিক পিরোগের জন্ম ১৯৮৪ সালে । পড়াশোনা করেছেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে । বেষ্টসেলার ১১ টি থ্রিলার উপন্যাসের রচয়িতা তিনি । অ্যামাজনে প্রতিটি উপন্যাসই অন্যতম বেষ্টসেলার হিসেবে স্বীকৃত । হেনরি বিনস তার সৃষ্টি ব্যতিক্রমি একটি চরিত্র । বর্তমানে তিনি আমেরিকার সান দিয়োগোতে বসবাস করেন ।
( লেখক পরিচিতির এই অংশটুকু বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়া )
অনুবাদক পরিচিতি
সালমান হকের জন্ম এই ঢাকা শহরে । বর্তমানে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে অণুজীববিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত । ছোটবেলা থেকেই বই পড়ার নেশায় আসক্ত , সেই থেকেই লেখলেখির শুরু । থ্রিলার গল্প-উপন্যাসের প্রতি আলাদা ঝোঁক রয়েছে তার । নিক পিরোগের থ্রি এএম তার প্রথম অনুবাদগ্রন্থ ।
( অনুবাদকের পরিচিতির এই অংশটুকুও বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়া )
COMMENTS