থ্রিঃ টোয়েনটি ওয়ান , নিক পিরোগ, বই রিভিও , সালমান হক, বাতিঘর প্রকাশনী
বইঃ থ্রিঃ টোয়েনটি ওয়ান
লেখকঃ নিক পিরোগ
অনুবাদকঃ সালমান হক
ঘরানাঃ থ্রিলার
প্রকাশনঃ বাতিঘর
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী ২০১৬
জীবনের প্রতিটি মুহূর্ত যে কতটা মূল্যবান টা হেনরি বিনস খুব
ভালভাবেই উপলব্ধি করতে পারে । প্রতিটা মিনিট সে হিসেব করে চলে । হেনরি আর ইনগ্রিড
ভ্রমণের উদ্দেশ্যে সাতদিনের জন্য আলাস্কায় যাওয়ার পরিকল্পনা করে । ফেয়ার ব্যাঙ্কস এ জীবনের প্রথম বারের মত সূর্যোদয় দেখতে চলেছে কি
হেনরি বিনস ?
মিষ্টি দুটি সকাল উপভোগ করল হেনরি বিনস । কিন্তু তারপর ? কি
এমন ঘটলো যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ? চলে যায় প্রেমিকার যত্নের সীমানার বাইরে
, শুরু হয় যাযাবরের মত জীবন , টিকে থাকার লড়াই
। একটু একটু করে আশা জেগে উঠে , আবার নিভেও যায় । ইংরেজি না জানা পাঁচ বছরের ছোট্ট
ওপিকের সাথে দৈনন্দিন ভাবের আদান প্রদান ঘটায় ইশারার মাধ্যমে । তারপর ? ওপিক ? ল্যাসি
? কি হল তাদের ? কেউই কি ফেয়ার ব্যাঙ্কস এর অদ্ভূদ অলিম্পিক দেখার সুযোগ পেল না ?
লেখকের পরিচিতি
আমেরিকান উপন্যাসিক নিক পিরোগের জন্ম ১৯৮৪ সালে । পড়াশোনা করেছেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে । বেষ্টসেলার ১১ টি থ্রিলার উপন্যাসের রচয়িতা তিনি । অ্যামাজনে প্রতিটি উপন্যাসই অন্যতম বেষ্টসেলার হিসেবে স্বীকৃত । হেনরি বিনস তার সৃষ্টি ব্যতিক্রমি একটি চরিত্র । বর্তমানে তিনি আমেরিকার সান দিয়োগোতে বসবাস করেন ।
( লেখক পরিচিতির এই অংশটুকু বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়া )
অনুবাদক পরিচিতি
সালমান হকের জন্ম এই ঢাকা শহরে । বর্তমানে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে অণুজীববিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত । ছোটবেলা থেকেই বই পড়ার নেশায় আসক্ত , সেই থেকেই লেখলেখির শুরু । থ্রিলার গল্প-উপন্যাসের প্রতি আলাদা ঝোঁক রয়েছে তার । নিক পিরোগের থ্রি এএম তার প্রথম অনুবাদগ্রন্থ ।
( অনুবাদকের পরিচিতির এই অংশটুকুও বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়া )
COMMENTS