থ্রি এএম - নিক পিরোগ, বই রিভিও
বইঃ থ্রি এএম
লেখকঃ নিক পিরোগ
অনুবাদকঃ সালমান হক
ঘরানাঃ থ্রিলার
প্রকাশনঃ বাতিঘর
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী ২০১৬
মূল্যঃ ১৩০ টাকা
পৃষ্ঠাঃ ১১০
গল্পের কেন্দ্রীয় চরিত্রে থাকা গল্প কথক হেনরি বিনস ৩৬ বছরের এক যুবক যে কিনা 'হেনরি বিনস' নামক দুষ্প্রাপ্য মেডিকেল কন্ডিশনের ভুক্তভোগী । প্রতি ২৪ ঘণ্টায় ১ ঘণ্টা জেগে থাকে বাকি ২৩ ঘণ্টা ঘুমায় । আর এই এক ঘণ্টাকে কেন্দ্র করেই প্রবাহিত হয় তার জীবনের সকল কর্মকাণ্ড । হঠাৎ একদিন এই একঘেয়ে জীবনটা ভিন্ন মাত্রায় রুপ নেয় গভীর রাতে একটি মেয়ের আর্ত চিৎকারে । শুরু হয় বিনস এর জীবনে নতুন অধ্যায় । খুনের তদন্ত করতে গিয়ে সুসম্পর্ক তৈরি হয় দেশটির প্রেসিডেন্টের সাথে । শুরু হয় সূক্ষ্ম গবেষণা । এগিয়ে চলে খুনিকে বের করার উদ্দেশ্যে । জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করে পথ চলে হেনরি বিনস । বরাবরই সব কাজে বাবার সহযোগিতা পায় । জুটে যায় ল্যাসি নামক সার্বক্ষণিক সঙ্গী বিড়াল । তদন্ত চলাকালীন বিনস এর প্রনয় গড়ে উঠে পুলিশ কর্মকর্ত্রী ইনগ্রিড রে এর সাথে । গল্প কথক জড়িয়ে পরে নানান জটিলতায় । শেষ পর্যন্ত খুনের রহস্য উন্মোচন হল কি? নাকি খুনি ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেল?
লেখকের পরিচিতি
আমেরিকান উপন্যাসিক নিক পিরোগের জন্ম ১৯৮৪ সালে । পড়াশোনা করেছেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে । বেষ্টসেলার ১১ টি থ্রিলার উপন্যাসের রচয়িতা তিনি । অ্যামাজনে প্রতিটি উপন্যাসই অন্যতম বেষ্টসেলার হিসেবে স্বীকৃত । হেনরি বিনস তার সৃষ্টি ব্যতিক্রমি একটি চরিত্র । বর্তমানে তিনি আমেরিকার সান দিয়োগোতে বসবাস করেন ।
( লেখক পরিচিতির এই অংশটুকু বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়া )
অনুবাদক পরিচিতি
সালমান হকের জন্ম এই ঢাকা শহরে । বর্তমানে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে অণুজীববিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত । ছোটবেলা থেকেই বই পড়ার নেশায় আসক্ত , সেই থেকেই লেখলেখির শুরু । থ্রিলার গল্প-উপন্যাসের প্রতি আলাদা ঝোঁক রয়েছে তার । নিক পিরোগের থ্রি এএম তার প্রথম অনুবাদগ্রন্থ ।
( অনুবাদকের পরিচিতির এই অংশটুকুও বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়া )
COMMENTS